প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:৫৪ পিএম

এশিয়া কাপে ভারত–পাকিস্তানের হাত না মেলানো ইস্যুতে এখনো আলোচনা থামেনি। এরই মধ্যে নারী ওয়ানডে বিশ্বকাপেও দুই দলের লড়াইয়ের আগে দেখা গেল একই চিত্র। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের অধিনায়ক একে অন্যের সঙ্গে হাত মেলাননি।
কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে এ দিন ভারত ও পাকিস্তানের হয়ে টস করতে আসেন যথারীতি হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানা। মুদ্রা নিক্ষেপে জয়ী হন পাকিস্তান দলপতি। ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। আগে ফিল্ডিং করছে সানার দল।
টসের পর হাত না মিলিয়ে হারমানপ্রীত ও সানা সচেতনভাবে একে অন্যকে এড়িয়ে যান। এর আগে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে একবারও হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে গত ১৪ সেপ্টেম্বর প্রতিবেশী দেশকে ৭ উইকেটে হারায় ভারত। সে ম্যাচে টসের আগে সালমানের সঙ্গে হাত মেলাননি সূর্য। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি গৌতম গম্ভীরের দল। যেটা ক্রিকেটপাড়ায় তুমুল সমালোচনার জন্ম দেয়।
সমালোচনায় কান না দিয়ে পরবর্তী দুই ম্যাচেও একই পথে হাঁটে ভারত। এমনকি নারী বিশ্বকাপেও নিজেদের অবস্থান থেকে সরে না আসার কথা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া। সম্প্রতি তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক পরিবর্তন হয়নি। আগের মতোই আছে।’ সাইকিয়ার ওই মন্তব্যের পরই বোঝা যায়, এশিয়া কাপের পর নারী বিশ্বকাপেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না হারমানপ্রীতরা। এবার সেটাই সত্যি হলো।