প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৬:০৫ পিএম

সিলেটের মোগলা বাজারে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর ঘটনা ঘটেছে। গত ১৭ই অক্টোবর উপজেলার রাখালগঞ্জ ইউনিয়নের পানিগাও গ্রামের প্রবাসীর সজিবুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এই হামলা ও ভাংচুর নেতৃত্ব দিয়েছেন হামজা গ্রুপ এবং মুফতি মাসুদ এর নেতৃত্বে হেফাজতে ইসলামের কর্মীরা।
এ ঘটনায় রবিবার (২২ অক্টোবর) কাউসার আহমদ, মুফতি মাসুদ, হামজা শেখ এবং অন্যান্য ৫ আক্রমণকারীদের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী।
জিডির সংক্ষিপ্ত বিবরণী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী সজিবুল ইসলামের বাড়িতে হামজা গ্রুপ এবং মুফতি মাসুদ এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী লাঠি, হকিস্টিক এবং বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের বাড়ীতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরে ঢুকে আসবাব, দরজা-জানালা, বাড়ীর গেইট ভাংচুর করে। প্রবাসীর ঘরে ঢুকে তাকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় তার স্ত্রীর কান্না ও চিৎকার শুনে প্রতিবেশী কেউ একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তখন হামলাকারীদের লাঠিসোটা করলে তারা পালিয়ে যায়। এ হামলা সজিবুল ইসলাম গুরুতর আহত হওয়া তার স্ত্রী অ্যাম্বুলেন্স কল করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ প্রবাসী অন্য ধর্মের মেয়েকে বিয়ে করার কারণে হেফাজতে ইসলামীর নেতারা তার উপরে ক্ষদ্ধ দিলেন। এর রেশ ধরেই তার উপরে হামলা হয়েছে বলে জানান।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাইন উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে পুলিশে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিডি হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।