প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১১:৪৯ পিএম

সিলেটের মোগলা বাজারে এক বাড়িতে হামলা চালায় সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিবের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসী গ্রুপ। ১৩ নভেম্বর (সোমবার) উপজেলার রাখালগঞ্জ ইউনিয়নের পানিগাও গ্রামের সজিবুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এই হামলা ও ভাংচুর নেতৃত্ব দিয়েছেন কাউসার আহমদ এবং হামজা শেখ গ্রুপের সাথে অত্যন্ত ১০-১২ কর্মী ছিল যারা স্থানীয় ভাবে এমপি হাবিবুর রহমান হাবিবের ডান হাত বলে পরিচিত।
হামলার শিকার হয়ে সজিবুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেললে তার স্ত্রী হাজেরা বেগম সন্ত্রাসীদের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চায়লে তখন তারা বলে, এমপির নির্দেশ অমান্য করে কমিশনারের কাছে যায়। তার স্বামীর সাহস অনেক বেশি হয়ে গেছে এর খেশারত দিতে হবে। স্বামীকে রক্ষা করতে সন্ত্রাসীরা ২০ লক্ষ টাকা দাবি করে। এসময় তাদের ঘরে নগদ এতা টাকা না থাকায় প্রায় ৫ লক্ষ টাকা সমমূল্যের গহনা দিয়ে প্রতিশ্রুতি করেন এবং আগামি ৭ দিনের মধ্যে বাকি টাকা দেওয়ার কথা বলেন। এরপর সন্ত্রাসীরা স্বর্ণালঙ্কার নিয়ে তাকে হুমকি দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসার এবং হামজা গ্রুপের সদস্যরা তাদের বাড়িতে হামলা চালায় আশে-পাশে অনেক লোকজন থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। কারণ তাদের মাথার উপর এমপির হাত রয়েছে। তারা শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। পরে ভুক্তভোগীর স্ত্রী অজ্ঞান অবস্থায় হাঁসপাতালে নিয়ে যেতে দেখেন তারা।
এ বিষয় জানতে সাংবাদিক একাধিকবার ভুক্তভোগী পরিবারের বক্তব্য নিতে চাইলে ভয়ে তারা কেউই এ বিষয়ে মুখ খুলতে চায়নি।