প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহরের একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের পক্ষের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা।
লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানান, ২০২৩ সালে আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি ও দুইজনকে পঙ্গু করে দেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হয়। এরপরও আলফাজ কোর্টের নির্দেশ অমান্য করে নিয়মিত মাছ ধরছেন এবং উল্টো এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে ১ হাজার ফিট জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। তবে মালামাল থানায় নিয়ে যাওয়ার পথে আলফাজ ও তার সহযোগীরা হামলা করে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু চার মাস পার হলেও মামলাটি এন্ট্রি হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেট এর মাতোয়ালী কাইউম রেজা চৌধুরী জানান আলফাজ তার ম্যানেজার ছিল,তবে বিলের সঠিক হিসাব না দেয়ার কারনে তাকে চাকুরীচ্যুত করা হয়। পরে স্থানীয় সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে কয়েক বছর থেকে মাছ মারা থেকে শুর করে এহেন কোন খারাপ কাজ করতে বাকি নেই। এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে কাইউম রেজা চৌধুরীর জৈষ্ঠ সন্তান ও বিশিষ্ট সমাজসেবক জারা জাবিন মাহবুব জানান মুলত আলফাজ স্থানীয় কিশোর গ্যাংদের সংঙ্গে নিয়ে ওয়াকাফ এস্টেট এর ক্ষতিসাধন করেই চলেছেন। তিনিও এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে অতীতে দুর্নীতি, ভুয়া চুক্তি, চেক জালিয়াতিসহ একাধিক মামলার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।