রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
ঢাকায় এসিসির সভা, আসতে রাজি নয় ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:০৯ পিএম

ভারতের কড়া আপত্তি সত্ত্বেও ঢাকাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টস জানা গেছে, আগামী ২৪ জুলাই ঢাকায় এই গুরুত্বপূর্ণ সভা বসবে।

বাংলাদেশে দীর্ঘ কয়েক বছর পর এসিসির কোনো বড় সভা হতে যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে জটিলতা, কারণ ভারত ও শ্রীলঙ্কা উভয়েই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব তুলেছিল। তারা লজিস্টিক ও রাজনৈতিক কারণে অন্য কোনো স্থানে সভা করার দাবি জানায়।

তবে এসিসি সভাপতি মহসিন নকভি নিজেই সদস্য বোর্ডগুলোকে চিঠি পাঠিয়ে সভার তারিখ এবং স্থান চূড়ান্ত করেছেন। এরই মধ্যে ১৫ দিনের নোটিশ পাঠানো হয়েছে, যাতে অংশগ্রহণকারী দেশগুলো প্রস্তুতি নিতে পারে।

যদিও কোনো বোর্ড প্রতিনিধি সরাসরি উপস্থিত হতে না পারলে, অনলাইনে যোগ দেওয়ার সুযোগও রাখা হয়েছে। এ প্রসঙ্গে এসিসির এক কর্মকর্তা জানান, ‘বর্তমানে অনলাইন মিটিং বিশ্বজুড়েই স্বাভাবিক প্রক্রিয়া। এসিসি ও আইসিসি দুটোই এর আগে একাধিকবার অনলাইন সভা করেছে।’

উল্লেখযোগ্য বিষয় হলো, একই সময়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের কারণে অনেক এসিসি সদস্য দেশের প্রতিনিধি তখন ঢাকায় থাকবেন, যা ভেন্যু চূড়ান্ত করার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৫ এশিয়া কাপের আয়োজন নিয়েও চলছে প্রস্তুতি। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ৫ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে এই প্রতিযোগিতা। ভেন্যুর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, তবে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

সব মিলিয়ে, ভারতের আপত্তি সত্ত্বেও ঢাকায় সভা হওয়ার বিষয়টি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের নজর এখন এই সভার দিকেই, যেখানে এশিয়া কাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com