প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:২০ পিএম

গতকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে অনেকে বন্যার আশঙ্কা করছেন। তবে আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, পাঁচ দিনের মাথায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
এরইমধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা মাঝারি থেকে ভারি বর্ষণ। বিশেষ করে ফেনীতে বৃষ্টির মাত্রা ছিল চোখে পড়ার মতো। আজ (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ।
টানা বৃষ্টির কারণে দেশের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে নগরজীবনে বেড়েছে জনদুর্ভোগ। বিশেষ করে নিম্নাঞ্চল ও শহরাঞ্চলে রাস্তাঘাটে হাঁটুপানি জমে গেছে।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাছাড়া, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।