বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: রাশেদ খানকে মুখে লাগাম দেয়ার হুশিয়ারি বিএনপি নেতার, বক্তব্য ভাইরাল   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক দৃষ্টান্ত   মা-মেয়েকে হত্যা করা সেই গৃহকর্মীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস   কালিগঞ্জে চোর-ডাকাত ও মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি স্থানীয়দের   টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়   বিএনপির শুধু ‘ডিটেইল প্ল্যানিং’ আছে, অন্য দলের নয়: তারেক রহমান   রিয়াদ-দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘মুস্তাফিজকে সামলানো কঠিন’, বলছেন লঙ্কান ব্যাটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২:৩২ পিএম

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষেও ডেথ ওভারে ফিজ নিজের বোলিং জাদু দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে ৭৮ রান করা জানিথ লিয়ানাগে ম্যাচ শেষে প্রশংসা করেছেন মুস্তাফিজের। শেষ তিন ওভারে লঙ্কানদের জয়ের জন্য দরকার ছিল ২৮ রান, এর মধ্যে ১১ রান তুলতেই তারা বাকি ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায়।

ম্যাচ শেষে বাংলাদেশের এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন লিয়ানাগে।

মুস্তাফিজ অনেক অভিজ্ঞ বোলার হওয়ার এই ধরনের পিচে খেলে অভ্যস্ত বলে মনে করেন লিয়ানাগে। এ কারণেই তার বিপক্ষে ব্যাটিং করা সহজ ছিল না বলে ধারণা তার। তবে শ্রীলঙ্কাও ভালো ব্যাটিং করেছে বলে দাবি লঙ্কান এই ব্যাটারের। তার বিশ্বাস পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারবে শ্রীলঙ্কা।

মুস্তাফিজের প্রশংসা করে লিয়ানাগে বলেন, 'আমরা সবাই জানি সে কত ভালো খেলোয়াড়, কারণ সে আইপিএল খেলেছে এবং তার অনেক অভিজ্ঞতা আছে। সে একজন ভালো বোলার, আর এ ধরনের পিচে কীভাবে বল করতে হয়, সেটা জানে। তাই তার বিপক্ষে ব্যাটিং করা একটু কঠিন ছিল। তার প্রশংসা অবশ্যই প্রাপ্য। তবে একই সঙ্গে, আমরা যেভাবে ব্যাটিং করেছি, সেটার জন্যও আমাদের কৃতিত্ব পাওয়া উচিত।'

নিজের বলেই লিয়ানাগেকে তালুবন্দী করেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত টিকতে পারলে দল জিতত বলেও মনে করেন এই তরুণ ব্যাটার, ‘আমি কোচদের সঙ্গে বারবার কথা বলেছি যে এসব পরিস্থিতিতে কী করতে হবে। তারা একটা জিনিস বলেছেন, যদি বাকি ব্যাটাররা আউট হয় তাহলে আমি টিকে থাকতে পারব যে কি না বড় শট খেলতে পারে। আমি ভেবেছিলাম আমি শেষ পর্যন্ত টিকতে পারলে আমাদের সুযোগ ছিল।’

এ ছাড়া মুস্তাফিজকে সতর্ক থেকে ম্যাচে টিকে থাকার লক্ষ্য ছিল লঙ্কানদের। লিয়ানাগে বলেন, ‘আমরা চেষ্টা করছিলাম মুস্তাফিজের বিপক্ষে তেমন ঝুঁকি না নিয়ে বাকি ওভার থেকে রান বের করতে। তবে তা কাজে দেয়নি। দুষ্মন্ত চামিরা আমাকে দারুণভাবে সমর্থন করে গেছে। আমি টিকে থাকলে নিশ্চিত ম্যাচ জিততে পারতাম। দুশি (চামিরা) দারুণ খেলেছে, আমিই ভুল করে ফেলি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com