সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২

শিরোনাম: শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে যা বললেন লিটন   বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল   আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু   আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস   মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: নেত্রকোনা থেকে গ্রেফতার আরও ২   সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল   যে শর্তে ক্ষমা পেলেন সাবেক আইজিপি মামুন!   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইরান ইস্যুতে ইসরায়েলকে থামাতে চান না ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:৩৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলা বন্ধ করার অনুরোধ করা তার পক্ষে কঠিন হবে। যদিও তিনি সংঘাতের অবসানের জন্য কূটনৈতিক সমাধানের চেষ্টা করছেন।

শুক্রবার (২০ জুন) নিউ জার্সিতে তার গলফ কোর্সে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় তাকে প্রশ্ন করা হয়, ইউরোপীয় কূটনীতিকরা যেমনটি বারবার বলছেন, তিনি কি চান না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ দিক, যেন তারা ইরানের ওপর বিমান হামলা বন্ধ করে, যাতে আলোচনার একটি সুযোগ তৈরি হয়?

জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, কেউ যদি জিততে পারে, তাহলে এখনই সেই অনুরোধ করা খুবই কঠিন। কেউ যদি হেরে যায়, তার চেয়ে এটা করা একটু কঠিন। তবে আমরা প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এবং আমরা ইরানের সঙ্গে কথা বলছি। দেখা যাক, কী হয়।’

ট্রাম্প একটু পরে পুনরাবৃত্তি করেন, ইসরায়েলের এখন পর্যন্ত সামরিক সাফল্যের পরিপ্রেক্ষিতে এটি একটি কঠিন অনুরোধ হবে।

তিনি বলেন, ‘এটা থামানো খুব কঠিন, কারণ যুদ্ধের দিক থেকে ইসরায়েল এখন ভালো অবস্থায় আছে। ইরান তুলনামূলকভাবে পিছিয়ে আছে। তাই কাউকে থামানো একটু কঠিন।’

ট্রাম্প ইউরোপের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব না দিয়ে বলেন, তারা এই সংঘাত থামাতে কোনো কাজে আসেনি।

তিনি বলেন, ‘তারা কোনো সাহায্য করেনি। ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না, তারা চায় আমাদের সঙ্গে কথা বলতে। এই বিষয়ে ইউরোপ কিছু করতে পারবে না।’

এর আগে, গত ১৩ জুন ইসরায়েল অতর্কিতভাবে ইরানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ যুদ্ধ রব তৈরি হয়। পাল্টা জবাব দেয় ইরানও। ফলে পরিস্থিতি দ্রুত ঘোলাটে হতে থাকে। এর মধ্যে প্রায় দুই শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইরানের পাল্টা হামলায় ব্যর্থ হয়ে যায় ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’। নাস্তানাবুদ তেল আবিব সাহায্য চায় মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে সরাসরি ইরানের বিপক্ষে অবস্থান নেবে কি না, সে নিয়ে কড়া হিসাব-নিকাশ চলে হোয়াইট হাউসে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com