মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ৯ মাসে এনবিআরের সাড়ে ১৬ হাজার অভিযান, আদায় ৯৯৪ কোটি টাকা   ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প   রাশিয়ার মার্কিন দূতাবাসে হামলায় নিহত ১০   বিদেশে সাইফুল আলম ও তার স্ত্রীর সম্পদ ফ্রিজের আদেশ আদালতের   ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত   যুদ্ধবিরতি কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প   আ.লীগ আমলের বিতর্কিত তিনটি ইসির সবার পাসপোর্ট বাতিল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ কাল
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:৫৩ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর আদেশ হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (২০ মে) শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।

আদালতের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টায় শুনানি শুরু হয়ে চলে প্রায় দুইটা পর্যন্ত। এরপর বিকাল ৪টার কিছু পরে শুরু হয়ে একঘণ্টার মতো শুনানি হয়। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

প্রসঙ্গত, ইশরাককে দক্ষিণের মেয়র হিসেবে শপথ পাঠ করাতে পাঁচদিন ধরে তার অনুসারীরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এক রায়ে ২০২০ সালের ডিএসসিসি’র মেয়র নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করেছেন আদালত।

ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার (প্রয়াত) ছেলে ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ডিএসসিসি’র ওই নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচনের ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ এ মামলাটি করেছিলেন ইশরাক।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণে বিএনপি প্রার্থী হিসেবে ভোটে অংশ নেন ইশরাক হোসেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন শেখ ফজলে নূর তাপস। নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত ফজলে নূর তাপসকে ডিএসসিসি’র মেয়র হিসেবে ঘোষণা করা হয়। পরে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফজলে নূর তাপস আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তাকে মেয়র পদ থেকে বহিষ্কার করে অন্তর্বর্তী সরকার। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com