শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান
ভোরের পাতা
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ AM

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবার বাদ পড়েছেন বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে। আগেরবারের তালিকায় বাংলাদেশের বিলিয়নিয়ার হিসেবে আজিজ খানের (১ দশমিক ১ বিলিয়ন ডলার) নাম ছিল। 

সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব সমর্থন না করায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গোহ চেং লিয়াং (১৩ বিলিয়ন ডলার) এবারের তালিকায় রয়েছেন।

‘ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট ২০২৫’ প্রকাশ করেছে ফোর্বস। এ বছর বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে অন্তত একজন বিলিয়নিয়ার রয়েছেন। এ তালিকায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। 

তালিকায় প্রথমস্থান দখল করেছেন টেসলা ও এক্স মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ৩৪২ মিলিয়ন। মার্ক জাকারবার্গ ২১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে আছেন জেফ বেজোস (২১৫ বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)।

২০২৫ সালের এ তালিকায় ৫০ জনের মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ বছর তিনটি নতুন দেশ বিলিয়নিয়ার তালিকায় যুক্ত হয়েছে- আলবেনিয়া, পেরু এবং সৌদি আরব। সৌদি আরবে ১৪ জন নতুন বিলিয়নিয়ার এসেছে, তাদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ, যার সম্পদ ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।

পেরুর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন- এডুয়ার্দো হচশিল্ড, যার সম্পদ ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। আর আলবেনিয়ায় প্রথম বিলিয়নিয়ার হিসেবে স্থান পেয়েছেন সামির মানে, যিনি দেশটির সবচেয়ে বড় সুপার মার্কেট চেইন তৈরি করেছেন।

বাংলাদেশ, পানামা ও উরুগুয়ে থেকে বিলিয়নিয়াররা এখন আর তালিকায় নেই। 

পানামার স্ট্যানলি মোত্তা এবং উরুগুয়ের কয়েকজন ব্যক্তির সম্পদ কমে যাওয়ায় তারা তালিকা থেকে বাদ পড়েছেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার থাকলেও আমেরিকা এখন সবার উপরে, যেখানে মোট বিলিয়নিয়ার ১ হাজার ৭৭ জন। এরপর আসে ইউরোপ (৭৭২) এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (১২৭)।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com