রবিবার ২২ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইসি   ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু   নির্বাচনে আ.লীগ থাকবে কি না সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: বিবিসিকে প্রধান উপদেষ্টা   অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে: মির্জা ফখরুল   যুদ্ধকালীন ক্ষমতা ছাড়লেন খামেনি   বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের নতুন ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন   সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রেলপথ উপদেষ্টা
রেলে এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৩১ পিএম আপডেট: ২৬.০৩.২০২৫ ২:৪১ PM

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান। এখানে এক টাকা রোজগার করার জন্য আড়াই টাকা খরচ হয়। 

তিনি বলেন, এটার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে রেলওয়ের দুর্নীতি এবং রেলের অপচয়। দুর্নীতি যেন বন্ধ হয়, অপচয় যেন কমে, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।

বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। তা সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রী আছেন তারা ভাড়া দেন না। এভাবে যদি চলতে থাকে, তাহলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে। এজন্য আপনাদের যে যেখানে দেখবেন কেউ ভাড়া দিচ্ছে না, আমাদের নজরে আনবেন। লোকসান যদি আরও বাড়ে, তাহলে সেবা কমানো ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।


তিনি বলেন, প্রফেসর ইউনূস আমাদের নির্দেশ দিয়েছেন ঢাকার বাইরে উন্নয়ন পৌঁছাতে হবে। আমাদের উন্নয়ন হবে নামফলক বিহীন উন্নয়ন। কারও নাম ফলকে থাকবে না। আমরা নামফলক বিহীন উন্নয়নের যুগ সূচনা করতে চাই।

নতুন উদ্বোধন করার ট্রেনের স্টপেজ সংখ্যা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যাত্রীচাহিদা কোথায় বেশি আছে সেগুলো বিশ্লেষণ করে স্টপেজ সংখ্যা নির্ধারণ করা হবে। সবাই নিজের বাড়ির কাছে স্টপেজ চায়, এতে তাদের সুবিধা হবে। আপনাদের চিন্তা করতে হবে, একটা স্টপেজে যদি ৫-১০ মিনিট করে থামে, তাহলে অতিরিক্ত এক ঘণ্টা সময় লাগবে। এতে অন্য যাত্রীরা বিরক্ত হবে।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাহিমুল হক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com