শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সেনাবাহিনীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১:২৬ AM

বাংলাদেশ নিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনের উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রতিবাদলিপিতে এ উদ্বেগের কথা জানানো হয়। 

ওই প্রতিবাদলিপিতে বলা হয়, ইন্ডিয়া টুডে ’অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের নিয়মিত বৈঠকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যর ওপর ভিত্তি করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।’

আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভুত্থানের সম্ভাবনা নিয়ে জরুরি বৈঠক করেছে’ এমন শিরোনামে আজ একটি প্রতিবেদন প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সাংবাদিকতার মৌলিক নীতির প্রতি শ্রদ্ধা না রেখে এমন ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছে।

বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিষয়ে আবারও গুজব ছড়ানোর উদ্দেশ্যেই কোনো স্বীকৃত উৎস বা প্রমাণযোগ্য তথ্য ছাড়ায় প্রতিবেদনটি লেখা হয়েছে। এতে অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে যে দাবি করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। এটি গভীরভাবে উদ্বেগজনক যে, ইন্ডিয়া টুডে তথ্য যাচাই ছাড়া এবং সাংবাদিকতার মৌলিক নীতির প্রতি শ্রদ্ধা না রেখে, দায়িত্বহীন ভাবে এমন ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে।’

আইএসপিআর বলছে, ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এর আগেও মিথ্য তথ্য প্রকাশ করেছে। 

গত ১১ মার্চ ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া ইন্ডিয়া টুডের এধরনের সম্পাদনা নীতির সমালোচনাও করে আইএসপিআর।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের গণতন্ত্র ও শান্তির পক্ষে কাজ করে যাবে। আমরা সকল সংবাদমাধ্যম, ইন্ডিয়া টুডে-কেও আহ্বান জানাচ্ছি যে,  তারা দায়িত্বশীল সাংবাদিকতা অনুশীলন করুক এবং ভিত্তিহীন ও ক্ষতিকর অভিযোগ প্রকাশ করা থেকে বিরত থাকুক, যা দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন এবং অবিশ্বাস সৃষ্টি করতে পারে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com