মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ৯ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ইরানে মার্কিন হামলা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি   নিবন্ধনের জন্য ইসিতে ১৪৭ রাজনৈতিক দলের আবেদন   চীনের দারস্থ যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপের অনুরোধ   সাবেক সিইসি নুরুল হুদা পুলিশ হেফাজতে   ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় ফর্মুলায় নারাজ বিএনপিসহ ৩ দল   সাবেক তিন সিইসি ও শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা   উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুষ্কৃতকারীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৬:৪৭ পিএম

যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস এবং ঈদের সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ এবং রাজধানীসহ সারা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আজ এই সভায় বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টা। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালযের অধিনস্থ সকল বাহিনী ও বিভিন্ন সংস্থার প্রধানগণ এতে অংশ নেন।

জাহাঙ্গীর চৌধুরী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপদেষ্টা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তাদের গ্রেফতার করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আবাসিক হোটেল ও বস্তিতে পুলিশের নজরদারি থাকবে।

তিনি বলেন, এছাড়া সড়ক পথ, রেলপথ, নৌ পথে ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ও চাঁদাবাজি ছিনতাই রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন মামলাগুলোর তালিকা তৈরি করে গুরুত্ব সহকারে সেগুলো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তর এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কন্ট্রোলরুম স্থাপন করতে হবে। সকল কন্ট্রোল রুমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের (০১৩২০০০১২২৩) এরসাথে যোগাযোগ রক্ষা করতে হবে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এরসাথে কন্ট্রোল রুমের সংযোগ স্থাপনপূর্বক সড়কের শৃঙ্খলা রক্ষায় সমন্বয় জোরদার করতে হবে।

তিনি বলেন, যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারসহ টোলপ্লাজাসমূহে যানজট নিরসনে ইটিসিসহ দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিক পক্ষ অর্থাৎ বিজিএমইএ, বিকেএমইএ এবং শিল্প পুলিশ একত্রে বসে ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতাদি, বোনাস ইত্যাদি পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসানো হবে।

তিনি বলেন, টাকা স্থানান্তরে মানি এস্কর্ট প্রদান, জাল টাকার বিস্তার রোধ ও শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় না করা, লঞ্চ-ফেরি ঘাটসমূহে অনিয়ম ও অবৈধ সিরিয়াল প্রদানের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করার নির্দেশ দেয়া হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com