বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
ঢাকায় ইয়াবার সর্ববৃহৎ চালান জব্দ, ৫ কোটি টাকার মাদকসহ ৪ গডফাদার গ্রেপ্তার
রনি মজুমদার
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:৫৬ পিএম

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর বিশেষ অভিযানে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা এবং একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ ৪ জন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

অভিযানের পটভূমি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি বিশেষ টিম রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ থেকে আসা ১.৬ লাখ পিস ইয়াবাসহ একটি হুন্দাই SANTAFE প্রাইভেটকার আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবুল হাসেমের ছেলে সোহেল রানা (৩৪), শেরপুরে নালিতাবাড়ীর মো. নুরুল ইসলামের ছেলে মো. আল মামুন (৩২), চট্টগ্রামের খুলশীর মৃত আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক (৪৬)।

মাদক পাচারের অভিনব কৌশল

ডিএনসি জানায়, এই চক্রটি বায়িং হাউজ ও আবাসন ব্যবসার আড়ালে ইয়াবা পাচার করত। তারা টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির গোপন চেম্বারে বিশেষভাবে ঝালাই করে ইয়াবা লুকিয়ে আনত।

প্রায় ৩ মাস নজরদারির পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের দিন ৭ কিলোমিটার সড়কজুড়ে গাড়িটি ধাওয়া করে আটক করা হয়। প্রথমে গাড়ি তল্লাশি করে কিছু না পাওয়া গেলে বিশেষজ্ঞ দল গাড়ির পাদানির নিচের প্যানেল খুলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।

আইনানুগ ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তাদের অবৈধ অর্থ মানি লন্ডারিংয়ে ব্যবহৃত হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে তারা বড় চালান সরবরাহের পরিকল্পনা করেছিল। কিন্তু আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের ধরতে সক্ষম হয়েছি।’

তিনি আরও জানান, নতুন মহাপরিচালক হাসান মারুফ মাদক নির্মূলের লক্ষ্যে অধিদপ্তরের সব অভিযানে কঠোর নজরদারি বজায় রাখছেন।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com