শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গোপালগঞ্জের পুলিশ কথা শোনে না, ধমক দিয়ে কথা বলে: আনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:৫৩ AM

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন অভিযোগ করেছেন যে, গোপালগঞ্জের পুলিশ বাহিনী সাধারণ মানুষের কথা শোনে না, বরং ধমক দিয়ে কথা বলে।

সম্প্রতি এক লাইভ আলোচনায় তিনি বলেন, "একটি বিশেষ জেলার পুলিশ বাহিনী যেকোনো ব্যক্তিকে ধমক দিয়ে বসিয়ে দিতে পারে, এমনকি একজন কনস্টেবলও পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাকে ধমক দিয়ে কথা বলে।"

আলোচনায় আনোয়ার হোসেন আরও বলেন, দেশের ব্যবসায়ী সমাজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ব্যবসায়ী সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যা পুনরুদ্ধারের জন্য প্রয়োজন বলিষ্ঠ সংস্কার ও কার্যকর উদ্যোগ।

তিনি দাবি করেন, "আমাদের দেশে ব্যবসার পরিবেশ আরও উন্নত করা দরকার, যাতে বিনিয়োগকারীরা নিরাপদে বিনিয়োগ করতে পারেন। কিন্তু বিভিন্ন দুর্নীতির কারণে এই পরিবেশ সৃষ্টি হয়নি।"

তিনি অর্থ পাচার প্রসঙ্গে বলেন, "দেশ থেকে ২৭ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, যা দেশের উন্নয়নের জন্য ব্যবহৃত হলে আমাদের জব মার্কেটের এই দুরবস্থা থাকত না। অথচ রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে এই অর্থ পাচার হয়েছে এবং এর ফল ভোগ করছে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা।"

দেশে বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, "এক সময় বাংলাদেশকে ‘ইমার্জিং টাইগার’ বলা হতো। কিন্তু লাগাতার হরতাল, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতিবাজ নেতাদের অপকৌশলের কারণে বড় বড় বিনিয়োগকারীরা এই দেশ ছেড়ে চলে গেছেন। ১৯৯২ সালে আমাদের সঙ্গে যেসব দেশ ছিল, যেমন হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম— তারা আজ কোথায়, আর আমরা কোথায়?"

তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, "পুলিশ বাহিনী যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। পুলিশ এমনভাবে কাজ করা উচিত, যাতে তারা জনগণের বন্ধু হয়, শাসক নয়।"

বাজার ব্যবস্থাপনা নিয়েও তিনি বলেন, "একসময় কাঁচামরিচের দাম ১,০০০ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, তখন সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছিল। আজ সেই দাম নেমে এসেছে ৫০ টাকায়। তাহলে বোঝা যায়, বাজার নিয়ন্ত্রণের নামে সিন্ডিকেট কীভাবে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে।"

আনোয়ার হোসেন দাবি করেন, দেশের ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণের কল্যাণে সঠিক নীতি প্রয়োগ করতে হবে, নাহলে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়বে এবং ব্যবসার পরিবেশ দিন দিন খারাপ হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com