প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১:৪৪ পিএম আপডেট: ১৬.০৩.২০২৫ ১:৪৭ PM

কদমতলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে এক মনোরম পরিবেশে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা ও সৌন্দর্যের সঙ্গে মিল রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল আজিজ মাহফুজ, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোশারফ হোসেন ইমরান, রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী মো. নান্নু মীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার চীফ রিপোর্টার কাঞ্চন চৌধুরী সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতার উদযাপন কমিটির সদস্য সচিব মো. সোলাইমান।
ইফতার ও দোয়া শেষে কদমতলী থানা প্রেস ক্লাবের জন্য সদস্যদের গোপন ভোটের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন কাঞ্চন চৌধুরী সুমন, যুগ্ম আহ্বায়ক হিসেবে মনজুরুল হক রনি ও মাহমুদুল হাসান এবং সদস্য সচিব হিসেবে মো. সোলাইমান দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ নির্বাচন আয়োজন করবে, যার মাধ্যমে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এ সময় ক্লাবের সদস্যরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংবাদিকতার নীতি ও আদর্শ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এই আয়োজনকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন বলেন, ‘সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই প্রেসক্লাব হবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ন্যায়সঙ্গত মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’