শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৮ পিএম

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা, ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা, ছবি : সংগৃহীত

পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অভিযান শেষ হলো এক অপ্রত্যাশিত নোটে। রাওয়ালপিন্ডিতে নির্ধারিত দুই দলের ম্যাচটি এক বলও না গড়িয়ে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। 

এই ম্যাচের ফলাফলের ওপর গ্রুপ ‘এ’-এর সেমিফাইনাল নির্ধারণের কোনো প্রভাব না থাকলেও, দুই দলই অন্তত একটি করে পয়েন্ট অর্জন করলো।

দুপুরের পর থেকেই রাওয়ালপিন্ডিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টির উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। মাঠ পুরোপুরি ঢেকে রাখা হলেও, বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন- বৃষ্টির কারণে খেলা সম্ভব নয়। এমনকি মাঠ শুকানোর কাজেরও কোনো সুযোগ ছিল না, কারণ বৃষ্টি থামার নামই নিচ্ছিল না।

এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শেষ হলো হতাশাজনকভাবে। টুর্নামেন্টের শুরু থেকেই দুই দল ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। বিশেষ করে পাকিস্তান, যারা হাই-প্রোফাইল দল হলেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। 

পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ স্বীকার করেছেন, ‘আমরা টুর্নামেন্টে ভালো খেলতে পারিনি। চোট-আঘাত ও টিম কম্বিনেশন নিয়ে বারবার পরিবর্তন করায় দল ছন্দ হারিয়েছে।’

অন্যদিকে, বাংলাদেশের জন্যও এই আসরটি ছিল হতাশার। দলটি ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি, ফলে কোনো ম্যাচেই কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অন্তত এক পয়েন্ট পাওয়া গেলেও, এটি তাদের সামগ্রিক পারফরম্যান্সের কোনো সান্ত্বনা দিতে পারছে না।

এদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান মুখোমুখি হবে লাহোরে। তবে পাকিস্তান ও বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা এখানেই শেষ।

এই পরিণতি দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বড় প্রশ্ন তুলবে, বিশেষ করে পাকিস্তান দলের জন্য, যেখানে নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। অন্যদিকে, বাংলাদেশকেও নিজেদের শক্তি ও দুর্বলতাগুলো বিশ্লেষণ করে সামনের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com