প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা ও শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার দুপুরে ওই দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি।
এ সময় তিনি কমলমতি শিশুদের লেখাপড়ার বিষয়ে খোঁজ খবর নেন। একই সঙ্গে শিশুদের শুদ্ধ বানান ধরেন। পরে শিক্ষকদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন উপদেষ্টা।
পাশাপাশি বিদ্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক পলাশসহ অন্যরা।