শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাংবাদিক মকসুদ আহমেদ স্মরণে খাগড়াছড়িতে শোকসভা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৮ পিএম

পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশক এ কে এম মকসুদ আহমেদ-এর মৃত্যুতে খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ কর্মসূচি পালিত হয়। 

শোকসভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আল আমিন বারিয়া এতিমখানার শিক্ষার্থীদের মাধ্যমে খতমে কুরআন পড়ানো হয়। এরপর তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

একেএম মকসুদ আহমেদ দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দীর্ঘ ৫৬ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। 

শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, একেএম মকসুদ আহমেদ ছিলেন সাংবাদিকতার পথিকৃৎ। তার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিক মহলে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

সাংবাদিক নেতারা আরও বলেন, তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সংবাদ জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন আপসহীন ও নিষ্ঠাবান সাংবাদিক, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

একেএম মকসুদ আহমেদ-এর স্মরণে আগামী দিনগুলোতেও নানা কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তার স্মরণে স্থায়ীভাবে কিছু করার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। 

সাংবাদিকরা বলেন, তরুণ প্রজন্মের সাংবাদিকদের তার আদর্শ অনুসরণ করা উচিত। তার মতো নিষ্ঠাবান সাংবাদিক তৈরি হলে দেশের সংবাদপত্র জগৎ আরও সমৃদ্ধ হবে। শোকসভায় উপস্থিত সবাই তার রূহের মাগফিরাত কামনা করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com