বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে ২ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন (২৫) ও রাফি (২৩) নামের দুই শ্রমিক নিহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও রাফি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

ওই কমপ্লেক্সের নিরাপত্তা কর্মীরা জানান, তিনজন শ্রমিক ভবনের নিচতলার পেছনের অংশে এসি মেরামতের কাজ করছিলেন৷ এ সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দুজন শ্রমিক৷ অপরজন দূরে থাকায় তিনি অক্ষত ছিলেন৷ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান৷

কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশার মেরামত কাজ করার সময় তুহিন ও রাফি নামের দুজন এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপ-শাখায় এসি মেরামতের জন্য টেকনিশিয়ান তুহিন ও সহকারী রাফিকে পাঠানো হয়। সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে দুজন মারা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com