প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ১৮.০২.২০২৫ ৪:২৮ PM

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)। রাব্বি গাজীপুরের টঙ্গী পশ্চিম রসুলবাগ আউচপাড়া এলাকায় নিজেদের বাড়িতেই থাকতেন।
নিহতদের স্বজনরা জানান, সোমবার রাতে উত্তরা পূর্ব থানা এলাকার বিএনএস সেন্টারের সামনে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ট্রাক। পরে রাব্বি ও মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন এবং সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী রাব্বি।
নিহত রাব্বির বান্ধবী তানজিলা জানান, তিন বছর আগে রাব্বির সাথে পারিবারিকভাবে মিমের বিয়ে হয়। রাব্বি এইচএসসি পাস করে আর লেখাপড়া করেননি। বর্তমানে তিনি কিছুই করতেন না। তবে রাতে তারা মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছিল সে বিষয়টি জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন দুজন সড়কে পড়ে আছেন। পাশেই তাঁদের মোটরসাইকেল। দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতেই কারিমা আক্তার মীম মারা যান। সকালে মারা যান আব্দুর রহমান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।