প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৮ পিএম

গত বছরের ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্রের মধ্যে আড়াই লাখ বুলেট ও ১ হাজার ৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অব. লে. জে. আব্দুল হাফিজ।
তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন মঙ্গলবার প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান আব্দুল হাফিজ।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নাশকতা রোধে সজাগ থাকতে হবে জেলা প্রশাসকদের।
এ সময় যুব সমাজকে সামরিক ট্রেনিংয়ের বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আনসার ভিডিপির মাধ্যমে প্রতি ইউনিয়নে একটি করে কোম্পানিকে ট্রেনিং ইতোমধ্যে দেওয়া হচ্ছে। এটিকে বড় আকারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিসিদের পরামর্শ ভেবে দেখবে সরকার।
একই সঙ্গে নিশ্চিহ্ন না হওয়া অবধি কুকি চিনের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অব. লে. জে. আব্দুল হাফিজ।