প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৫ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার মাদকবিরোধী অভিযানে ৮০৭০ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে মিরপুর, তেজগাঁও, রমনা, গুলশান ও উত্তরা সার্কেলের একাধিক এনফোর্সমেন্ট টিম সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা: ১) ফরিদ আলম (৩৩), টেকনাফ, কক্সবাজার। ২) মফিজ আলম (৩২), টেকনাফ, কক্সবাজার। ৩) মো: সারোয়ার জাহান পানু (৩৭), খিলগাঁও, ঢাকা। ৪) মো: হেলাল উদ্দীন (২৮), টেকনাফ, কক্সবাজার। ৫) সালমান জাহান সবুজ (২৬), মোড়েলগঞ্জ, বাগেরহাট। ৬) ফিরোজা বেগম (৩৮), যাত্রাবাড়ী, ঢাকা। ৭) তাইফ মাহমুদ প্রকাশ তন্ময় (২৪), ভাটারা, ঢাকা। ৮) মো. শরীফ (২৫), ভাটারা, ঢাকা।
ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করত। অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সংশ্লিষ্ট থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।