প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২২ পিএম

কেরানীগঞ্জের তেঘরিয়া আন্ডারপাস এলাকায় র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. রাসেল আহম্মেদ (৪৬) গতকাল শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাসেল আহম্মেদ ও তার ফুফাতো ভাই স্ত্রীর ৩৮ ভরি স্বর্ণ বিক্রি করে প্রাপ্ত ৪৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে রাজধানীর তাঁতিবাজার থেকে কেরানীগঞ্জে ফিরছিলেন। কদমতলী গোলচত্বর থেকে সিএনজিযোগে আব্দুল্লাহপুর হয়ে সোনাকান্দা নিজ বাড়ির পথে রওনা হন। তেঘরিয়া আন্ডারপাস এলাকায় পৌঁছালে ৬-৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি র্যাব পরিচয়ে সিএনজির গতিরোধ করে। তারা রাসেল ও তার ভাইকে নামিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়।
এরপর চোখ বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে টাকার ব্যাগ, মোবাইল ফোন ও মানিব্যাগসহ প্রায় অর্ধ কোটি টাকা লুটে নেয়। পরে তাদের ঢাকা-মাওয়া মহাসড়কের নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
রাসেল আহম্মেদ জানান, এত টাকা নিয়ে চলাচলের সময় ভয়ে তিনি রিজার্ভ সিএনজি ভাড়া করেননি। সিএনজিতে অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনি ও তার ভাই ছিলেন। ছিনতাইকারীদের মুখ দেখেছেন এবং পরবর্তীতে চিনতে পারবেন বলে জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ও র্যাব যৌথভাবে তদন্ত শুরু করেছে।
কেরানীগঞ্জ এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে, ১৭ সেপ্টেম্বর ২০২৪ সালে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৮৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এছাড়া, ৮ মার্চ ২০২৪ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।