প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৫ পিএম

কুষ্টিয়ার জেলার মিরপুর উপজেলার পোড়াদহ নামক বাজারে এক নারীকে চোর সন্দেহে শ্লানহানিতার চেষ্টায় মারধরের অভিযোগ উঠেছে আবু জাফরের বিরুদ্ধে।
শনিবার দুপুরের দিকে পোড়াদহ বাজার এলাকার মেহেদী ফাতেমা বস্ত্রবিতানে এ ঘটনা ঘটে।
আবু জাফর হলেন মৃত মোজাম্মেল হক বিশ্বাস, মিরপুর উপজেলার কাটদহ গ্রামে এবং মেহেদী ফাতেমা বস্ত্রবিতানে মালিক। নারীকে মারধর ও শ্লীনহানিতার চেষ্টায় এক ভিডিও সামাজিক নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সবার মনে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মাঝে।
ভিডিওতে দেখা যায় এক নারীকে হাত ধরে রাখে এবং কর্মচারীকে আবু জাফর বলে মোবাইল বের কর এবং ছবি তোল ও ভাইরাল কর। তবে নারী বার বার বলে আমি আর করব না এবারের মত ক্ষমা করে দেন। আমার সংসার ভেঙে যাবে, অনেক অনুরোধ করা স্বত্বেও আবু জাফর তার গায়ের ওড়না কেড়ে নেওয়ার চেষ্টা করে এরপর তিনি ক্ষিপ্ত হয়ে ঐ নারীকে সবার সম্মুখে মারধর করে।
এ বিষয়ে আবু জাফর ভোরের পাতাকে বলেন প্রতিদিন দোকানে চুরির মত ঘটনা ঘটছে। আজ সকালের দিকে ঐ নারীকে চুরির মালামাল সহ হাতে নাতে আটক করে এরপর মারধর করে ছেড়ে দিই। কে বা কাহারা এ ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে সেটা তিনি বলতে পারলেন না।
স্থানীয়রা বলছে তিনি পুরুষ হয়ে একজন নারীকে মারধরের বিষয়টি নেক্কারজনক ঘটনা। তারা আরও বলছেন ঐ নারী যদি চোর হত তাহলে তাকে পুলিশে দেওয়া উচিত ছিল এ ধরনের নেক্কারজনক মারধর মেনে নিতে পারছেন না তারা।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচাজ মোমিনুল ইসলাম ভোরের পাতাকে বলেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। বিষয়টি নেক্কারজনক ঘটনা, খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।