প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৫ পিএম

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ রেলওয়ে যশোর-বেনাপোল রেললাইন ডাবলকরণে কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপেটরি ফ্যাসেলিটি প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় প্রেসক্লাবে প্রকল্পের আর্থ-সামাজিক প্রভাব নিরুপণ সম্পর্কিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রকল্পের পুনর্বাসন বিশেষজ্ঞ মো. ওমর ফারুক।
ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ল্যান্ড একুজেশন স্পেশালিস্ট মো. মিজানুর রহমান, আরসিআইপিএফ প্রজেক্টের টিম লিডার মো. আফতাব উল আলম।
প্রকল্পের ফিল্ড কো-অডিনেটর সৌরভ মাহমুদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার আবুল বাশার, সাংবাদিক তারিক মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত কল্লোল, ভুক্তভোগী আমিনুর রহমান, নাসিমা কালাম, সুমন ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় রেলওয়ের পাশে বসবাসকারী ও ব্যবসা প্রতিষ্ঠান থাকা শতাধিক পরিবার উপস্থিত ছিলেন।