শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গদখালীর ফুলচাষের জনক শের আলী আর নেই
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৬ পিএম

সকলের প্রিয় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারা এলাকার ফুলচাষের জনক শের আলী সরদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। 

বুধবার (১২ ফেব্রুয়ারি ) ভোরে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

শের আলী সরদার ১৯৫০ সালে পানিসারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত-আব্দুর রহমান সরদারের ছেলে। শের আলী সরদার ১৯৮২সালে তিনিই প্রথম গদখালী-পানিসরায় এলাকায় ফুল চাষ শুরু করেন। সেই পানিসরা-গদখালীতে বর্তমানে দেশের ফুলের চাহিদার ৭০ ভাগ উৎপাদন হয়। ফলে গদখালীকে বর্তমানে ফুলের রাজধানী বলা হয়।

শের আলী সরদার মাত্র এক বিঘা জমিতে ফুলের চাষ দিয়ে যাত্রা শুরু করেন। তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করে। যশোরকে ফুলের রাজধানী হিসাবে গড়ে তুলেছিলেন মরহুম শের আলী সরদার। 

ফুলচাষের জনক শের আলী সরদার মৃত্যুকালে ২ স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজন, নাতী-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী  ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন শের আলী সরদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গদখালী, পানিসারা, নাভারন ইউনিয়নের হাড়িয়া মোড় এলাকায় দিনভর হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিন জোহরবাদ পানিসারা গ্রামের নিজ বাড়িতে প্রথম জানাজা ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ের মসজিদ সংলগ্ন চত্বরে দ্বিতীয় জানাজা শেযে নিজের দানকৃত জমিতে তৈরি মসজিদের পাশে মরহুমের লাশ দাফন করা হয়েছে। 

জানাজায় জেলা প্রশাসকের পক্ষে মরহুম শেরআলী সরদারের মৃত্যুতে শোক জ্ঞাপন ও জানা জায় অংশগ্রহণ করেন, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার। 

এছাড়া শের আলীর মৃত্যুর খবর পেয়ে বাসভবনে ছুটে যান এবং পৃথক জানাজায় অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাবেক সাধারন সম্পাদক মোর্তজা এলাহ টিপু, সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, ঝিকরগাছা উপজেলা সহকারী কশিমনার (ভূমি ) নাভিদ সারওয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুর রকিব, সাধারন সম্পাদক ডাঃ আবুল খায়ের, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যশোর ফুল উৎপাদন ও বিপনন সমিতির সভাপতি আব্দুর রহিম, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি  আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবু জাফরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা।

এদিকে, মরহুম শের আলী সরদারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের মাধ্যমে প্রেরিত শোক বার্তায় তিনি উল্লেখ করেন, যশোর জেলার ফুলের রাজ্যে ঝিকরগাছা উপজেলার গদখালীতে বাণিজ্যিকভাবে ফুলচাষের প্রথম উদ্যোক্তা শের আলী সরদার মৃত্যুবরণ করেছেন। আমরা তার মৃত্যুতে গভীর মর্মাহত ও শোকাহত।

শোক বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, শের আলী সরদার ঝিকরগাছা উপজেলা পানিসারা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি একজন উদ্যোক্তা, পরিশ্রমী, নিষ্ঠাবান এবং সফল ফুলচাষি হিসেবে এলাকায় সমাদৃত ছিলেন। 

এতে আরও উল্লেখ করা হয় তিনি যশোর জেলায় উন্নত প্রজাতির গোলাপ, গ্লাডিওলাস ও জারবেরাসহ নানা প্রজাতির ফুলের চাষ শুরু করে স্থানীয় চাষিদের ফুলচাষে উদ্বুর্দ্ধ করেন এবং গদখালীকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রূপান্তরে অনবদ্য ভূমিকা পালন করেছেন বলেও শোক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com