শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘আয়নাঘরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বন্দি ছিলেন’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৮ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন অনেক দেরিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ যে আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেই আয়নাঘরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বন্দি ছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। এত দেরিতে যে আয়নাঘর পরিদর্শনে গেছেন, সেটাই আমাদের কাছে রহস্যজনক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নাছির উদ্দীন নাছির।

এর আগে কলেজের মুক্তমঞ্চে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলন শেষে কাউন্সিল-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন তিনি। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘৫ আগস্টের পরপরই ৬-৭ তারিখেই আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন দেরিতে হলেও বাংলাদেশের মানুষ দেখছে খুনি হাসিনা বিরোধীমতকে দমন করতে কি রকম নিষ্ঠুর নির্যাতন করেছে। 

এসময় কাউন্সিল ও ভোটে নেতা নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবেন। তারাই নির্ধারণ করবেন তাদের নেতা কেমন হবে। কাউন্সিলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই গোটা ক্যাম্পাস জুড়ে ভোটের আবহ ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় শুরু হয়ে আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীসহ ৪৬২ জনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

নির্বাচনে শিমুল হোসেন ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১০৫ ভোট পেয়ে দ্বিতীয় হন সজীব আলী। তৃতীয় শোয়েব আক্তারের ভোট সংখ্যা ছিল ৭৭। অন্যদিকে সভাপতি পদে জাসির আহমেদ মসনদ ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী মোতাসিম বিল্লাহ নয়ন ১১৯ ভোট পান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com