বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রংপুরের বিদায়
নাঈম-অ্যালেক্স জুটিতে খুলনার সহজ জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৫ পিএম আপডেট: ০৩.০২.২০২৫ ৪:৫৭ PM

খুলনার দুই ব্যাটার অ্যালেক্স রস ও নাঈম শেখ। তাদের দুজনের অপরাজিত ৮৪ রানের জুটিতে রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় আসরের শুরুর দিকে টানা ৮ ম্যাচ জেতা রংপুর রাইডার্স ও চতুর্থ হয়ে প্লে অফ নিশ্চিত করা খুলনা টাইগার্স। 

বাঁচা-মরার এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ রংপুরের নামী দামী ব্যাটাররা। খুলনার ঘূর্ণিতে মাত্র ৮৫ রানে থামে রংপুরের ইনিংস। জবাবে ১০.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। এখন তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল ও চিটাগাংয়ের মধ্যকার ম্যাচের পরাজিত দলের মুখোমুখি হবে।

বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের জন্য দুঃস্বপ্নের দুপুর কাটলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। জবাবে ১০.২ ওভারেই লক্ষ্য তাড়া করে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে প্লে-অফের পরের ধাপে জায়গা করে নিল খুলনা টাইগার্স।

প্রথম বল থেকেই ছন্দ হারানো রংপুরের ইনিংস মাত্র ১৬.৫ ওভারেই ৮৫ রানে থেমে যায়। দলের একমাত্র উল্লেখযোগ্য স্কোর আসে আকিফ জাভেদের ব্যাট থেকে, যিনি ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন। কিন্তু বাকিরা ছিলেন একেবারেই নিষ্প্রভ।

সৌম্য সরকার (০), জেমস ভিন্স (১), মাহেদি হাসান (১), সাইফ হাসান (৪), আন্দ্রে রাসেল (৪) সবাই ব্যর্থ হন। কাপ্তান নুরুল হাসান ২৫ বলে ২৩ রান করেন, যা ছিল দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। খুলনার হয়ে বল হাতে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ ৩টি করে উইকেট নেন।

মাত্র ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা নাটকীয় শুরু করলেও খুলনা সহজেই জয় নিশ্চিত করে। ইনিংসের তৃতীয় বলেই মেহেদি হাসান মিরাজ (০) আউট হলেও বাকিরা কোনো সুযোগ দেননি রংপুরকে। মোহাম্মদ নাঈম ৩৩ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। অ্যালেক্স রস ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১০.২ ওভারেই ৮৯ রান তুলে ৯ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে খুলনা।

বোলিংয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন খুলনার স্পিনার নাসুম আহমেদ। তার বিধ্বংসী বোলিংয়েই রংপুরের ব্যাটিং একদম ভেঙে পড়ে।

এই হারের ফলে বিপিএল ২০২৫ থেকে ছিটকে গেল রংপুর রাইডার্স। অন্যদিকে, খুলনা টাইগার্স এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লড়বে ফাইনালের টিকিটের জন্য। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com