শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত   মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিপিএলের প্লে-অফে ৪ দল চূড়ান্ত, সময়সূচি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৩ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর ৪২ ম্যাচের লিগপর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায়। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বর্তমানে টিকে আছে আর ৪টি দল। এক মাসের লড়াই শেষে বাকি ৪ দল ছিটকে গেছে। 

টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে।

সর্বশেষ দল হিসেবে গতকাল প্লে-অফ নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের খুলনা। তাদের সঙ্গে লড়াইটা ছিল চলতি বিপিএলের সবচেয়ে আলোচিত-সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর। দুই দলই সমান ৬ জয়ে ১২ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে ‍খুলনা। বিপরীতে বেশ কয়েকদিন আগেই লিগপর্বের শেষ ম্যাচ খেলা রাজশাহীর বিদায় নিশ্চিত হলো গতকাল।

টানা ৮ জয়ে এবার দুর্দান্ত মৌসুমের আভাস দেওয়া রংপুর রাইডার্স লিগপর্বের শেষ চার ম্যাচেই হেরেছে। ‍নুরুল হাসান সোহানের দলটিকে হারিয়েই প্লে-অফে ওঠে খুলনা। বিপিএলের প্রথমদিকে টানা টেবিলে দাপট দেখানো রংপুর শেষ চার খেলবে তৃতীয় নম্বর দল হিসেবে। যদিও তাদের সমান ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চিটাগাং। মোহাম্মদ মিঠুনের দলটির নেট রানরেট বেশি।


আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ রাউন্ড। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে দুই টেবিল টপার বরিশাল-চিটাগাং খেলবে ফাইনালে ওঠার লক্ষ্যে। তাদের মধ্যে পরাজিত দল অবশ্য দ্বিতীয় সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com