বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আদালতের নির্দেশে ইতালি ফিরে যাচ্ছেন বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৩ পিএম

ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে ঢুকতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানোর তিনদিন পর তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে রোম আদালতের আপিল বিভাগ।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতের বিচারকরা অভিবাসীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন।

এ নিয়ে তৃতীয়বারের মতো আলবেনিয়ায় পাঠানো অভিবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে দেশটির পত্রিকা ‘লা রিপাবলিকা’।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশের সময় আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার। সোমবার তৃতীয়বারের মতো ৪৯ অভিবাসীকে পাঠানো হয় আশ্রয়কেন্দ্রে। পরে অপ্রাপ্তবয়স্ক ও অসুস্থতার জন্য ৬ জনকে ইতালিতে ফিরিয়ে নেওয়া হলেও ৪৩ জন অভিবাসীকে থাকতে হয় আলবেনিয়ায়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বাংলাদেশি নাগরিক।

যদিও এই রায়ের বিপক্ষে সরকার আপিল করা হবে কিনা, সেটা নিয়ে কিছু বলেনি ইতালির গণমাধ্যমগুলো।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারকরা বলেন, ‘প্রতিটি অভিবাসীর স্বাধীনতা বা অধিকার সম্পর্কে আমাদের ভাবতে হবে। আশ্রয়ের নামে কাউকে আটকে রাখা মানে তার অধিকার হরণ করা। যদি কেউ নিরাপদ দেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আদালত তাদের ইতালিতে থাকার অনুমতি দেবে না। এগুলো আদালতের সিদ্ধান্ত, তবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অন্য দেশে নিয়ে আটকে রাখাকে অন্যায়।’

এদিকে মঙ্গলবার আলবেনিয়ায় পৌঁছানো ৪৯ অভিবাসী মধ্যে, সেখানে থাকা ৪৩ জন অভিবাসীর আশ্রয় আবেদন বাতিল করে দেয় সেখানকার বিচারকরা। পরে তাদের সাতদিনের মধ্যে উকিল দিয়ে আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল।

তবে বর্তমানে রোমের আদালত সরকারের অভিবাসী স্থানান্তরের বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের আদালতে পাঠিয়েছে এবং সরকারের এসব কর্মকাণ্ড যাচাই-বাছাইয়ের অনুরোধ জানিয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি ইইউ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর ১২ বাংলাদেশি ও মিশরীয় নাগরিককে আলবেনিয়ায় পাঠানো হয়েছিল। পরে দ্বিতীয়বারের মত ১১ নভেম্বর বাংলাদেশ ও মিশরীয় নাগরিকদের আলবেনিয়া পাঠায় ইতালি সরকার। যদিও দুইবারই ইতালি আদালতের নির্দেশে তাদের দেশটিতে ফিরিয়ে আনা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com