প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৩ পিএম

ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে ঢুকতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানোর তিনদিন পর তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে রোম আদালতের আপিল বিভাগ।
গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতের বিচারকরা অভিবাসীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো আলবেনিয়ায় পাঠানো অভিবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে দেশটির পত্রিকা ‘লা রিপাবলিকা’।
প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশের সময় আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার। সোমবার তৃতীয়বারের মতো ৪৯ অভিবাসীকে পাঠানো হয় আশ্রয়কেন্দ্রে। পরে অপ্রাপ্তবয়স্ক ও অসুস্থতার জন্য ৬ জনকে ইতালিতে ফিরিয়ে নেওয়া হলেও ৪৩ জন অভিবাসীকে থাকতে হয় আলবেনিয়ায়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বাংলাদেশি নাগরিক।
যদিও এই রায়ের বিপক্ষে সরকার আপিল করা হবে কিনা, সেটা নিয়ে কিছু বলেনি ইতালির গণমাধ্যমগুলো।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারকরা বলেন, ‘প্রতিটি অভিবাসীর স্বাধীনতা বা অধিকার সম্পর্কে আমাদের ভাবতে হবে। আশ্রয়ের নামে কাউকে আটকে রাখা মানে তার অধিকার হরণ করা। যদি কেউ নিরাপদ দেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আদালত তাদের ইতালিতে থাকার অনুমতি দেবে না। এগুলো আদালতের সিদ্ধান্ত, তবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অন্য দেশে নিয়ে আটকে রাখাকে অন্যায়।’
এদিকে মঙ্গলবার আলবেনিয়ায় পৌঁছানো ৪৯ অভিবাসী মধ্যে, সেখানে থাকা ৪৩ জন অভিবাসীর আশ্রয় আবেদন বাতিল করে দেয় সেখানকার বিচারকরা। পরে তাদের সাতদিনের মধ্যে উকিল দিয়ে আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল।
তবে বর্তমানে রোমের আদালত সরকারের অভিবাসী স্থানান্তরের বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের আদালতে পাঠিয়েছে এবং সরকারের এসব কর্মকাণ্ড যাচাই-বাছাইয়ের অনুরোধ জানিয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি ইইউ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর ১২ বাংলাদেশি ও মিশরীয় নাগরিককে আলবেনিয়ায় পাঠানো হয়েছিল। পরে দ্বিতীয়বারের মত ১১ নভেম্বর বাংলাদেশ ও মিশরীয় নাগরিকদের আলবেনিয়া পাঠায় ইতালি সরকার। যদিও দুইবারই ইতালি আদালতের নির্দেশে তাদের দেশটিতে ফিরিয়ে আনা হয়।