চোর চোরকে আশ্রয় দেয়: লে. জে. সোহরাওয়ার্দী
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১:৪৬ পিএম আপডেট: ২৫.০১.২০২৫ ১১:৫৫ PM

লেঃ জেঃ সোহরাওয়ার্দী বলেছেন, বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল যেই বাহিনী, তাদেরকে দুর্বৃত্তায়ন করেছে হাসিনা সরকার। কোনো সংগঠন এখন পর্যন্ত স্বীকার করেনি তারা ভুল করেছে গত ১৬ বছর, তারা শুধরাতে চায়। সবাই সবাইকে আশ্রয় দিতেছে৷ কারণ উপর থেকে নিচ পর্যন্ত সবাই জড়িত। চোর চোরকে আশ্রয় দেয়।
আমরা শুনলাম বিগত সরকারের পলায়নের সাথে সাথে সব চোর বাটপার পালিয়ে গেছে৷ ৬০০+ মানুষ সেনানিবাসের আশ্রয়ে ছিলো, তারাও পালিয়ে গেছে। তারা কীভাবে চলে গেলো তাও জাতি জানে না এখনো৷
তিনি বলেন, যেভাবে বিচার বিভাগ, পুলিশ ধ্বংস হয়েছে, তার উপহার হিসেবে সিনিয়র জেনারেলদেরও আয়নাঘরে যেতে হয়েছে। অনেকে ৮ বছরের মত গুম ছিলো, অনেককে খুঁজেও পাইনি আমরা।
আপনারা জানেন অনেক রাজনৈতিক নেতার খোঁজ নেই, কিন্ত আমরা জানি কারা নির্দেশ এইসব ঘটনা ঘটিয়েছে। দুঃখের বিষয়, যারা এমন জঘন্য কাজের সাথে জড়িত ছিলো, তারা এখনো জাতির কাছে মাফ চায়নি কোনো।
দূর্নীতিকে আমরা প্রতিরোধ করতে পারলে বাকি সমস্যা সমাধান করা সহজ। যাদের কাজ দেশ রক্ষা, তাদের খাটানো হয়েছে প্রতিষ্ঠানের কাজে৷ টাকা যেখানে গুরুত্ব সব জায়গায় সেখানে দূর্নীতি কমানো কষ্টকর।