সোমবার ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১

শিরোনাম: একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন   প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে আসতে পারে বড় ধরনের ঘোষণা   বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার, মুখ খুললেন সেই বিচারপতি   হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব   ভারতীয় বাবা-মেয়েকে যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যা   সেনাবাহিনী সব সময় জুলাই আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান   সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে : রিজভী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিইসি
রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ২:১১ পিএম

রোববার নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছ থেকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ গ্রহণ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

রোববার নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছ থেকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ গ্রহণ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

রাজনীতিতে না ঢুকে প্রধান উপদেষ্টার দেওয়া টাইমফ্রেম মাথায় রেখে কাজ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

রোববার (১৯ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ মন্তব্য করেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছ থেকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় নির্বাচন ভবনে।

বিএনপি বলছে এই বছরের মাঝামাঝি নির্বাচন, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্তব্য জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’

সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একদম মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে টাইমফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’

সিইসি আরও বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোক কাজ করবে। ইউএনডিপি আমাদের এই লজেস্টিক সাপোর্টটা দিচ্ছে। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আমরা ইউএনডিপির সাহায্য চাইব এবং আমরা আশা করব তারা আমাদের সাপোর্ট দিয়ে যাবেন’।

ভবিষ্যতে সহযোগিতা নেবেন বলছেন, সেটা কি ধরনের হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করতে গেলে কত রকমের জিনিস লাগে, নিড অ্যাসেসমেন্ট করে তারপর বলা যাবে।’

সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে, ভোটার তালিকা নিয়ে যে সন্দেহ আছে সেটি দূর হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা সন্দেহ দূর করার জন্যই তো এই কাজ করতেছি। লোকজনকে মাঠে নামাচ্ছি। আমরা আশাবাদী সব ধরনের সন্দেহ দূর হবে।’

সময়সীমার মধ্যে সব ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পুরো তথ্য সংগ্রহ করা কি সম্ভব হবে, এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমরা ছয় মাসের জন্য পরিকল্পনা করেছি। এই ছয় মাসের মধ্যে আমাদের টার্গেট পূরণের সম্মিলিত প্রচেষ্টা থাকবে।’ মানুষ যাতে এই কাজে সহযোগিতা করে সে জন্য সিইসি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

ভোটার প্রবৃদ্ধির হার জানতে চাইলে তিনি বলেন, ‘১ দশমিক ৫ শতাংশ।’ তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করব। এটি কেন্দ্রীয়ভাবে, তারপর সারা দেশে শুরু হবে।’

এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির অতিরিক্ত সচিব, ডিজি এনআইডিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com