সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১

শিরোনাম: এসকে সুরের ধানমন্ডির বাসায় সাড়ে ৫ ঘণ্টার অভিযান, যা যা মিলল   পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন   সাউথ সুদানের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলর ড. জাহিদ আহমেদ চৌধুরী   দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে যারা ভাবে তারা বোকার স্বর্গে আছেন   শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা   জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন   এমবিবিএস ভর্তির ফল প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভয়াবহ দাবানলের পর তুষারঝড়ের তাণ্ডব, লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:১৫ AM

একেবারে অসহায় হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনগণ। একদিকে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে সবকিছু; অপরদিকে ২৬টি রাজ্যে তুষারঝড়ের তাণ্ডব চলছে। এই দুই বিপর্যয় একত্রে যুক্তরাষ্ট্রকে দুর্বিসহ এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস শহরসহ আশেপাশের এলাকা, প্যালিসেডেস, ইটন ও হার্স্টের মতো জায়গায় আগুনের ভয়াবহতা যেন এক সাযুজ্যহীন দুঃস্বপ্ন। আগুনের আগ্রাসনে পুড়ছে হাজার হাজার একর জমি, গৃহস্থালিসহ বনজ সম্পদ। 

শুক্রবার সকাল পর্যন্ত ১০ হাজারেরও বেশি বাড়ি ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে, প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ক্ষতির পরিমাণ ইতিমধ্যে ১৩ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। আগুনের তীব্রতা এতটাই যে, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরেকদিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যপশ্চিমে শুরু হয়েছে তুষারঝড়, যার ফলে বিভিন্ন রাজ্যে ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এ কারণে আরেকটি বিপর্যয় দেখা দিয়েছে। শীতের আগমনে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে গেছে, বহু মানুষকে গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এমন কঠিন সময়ে জাতীয় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে একাধিক রাজ্যে, যেখানে প্রবল তুষারপাত ও শৈত্যপ্রবাহের কারণে বিপর্যয় হতে পারে।

ক্যালিফোর্নিয়ায় দাবানলের ক্ষতিপূরণের জন্য ১৮০ দিনের জন্য ফেডারেল সরকারের পক্ষ থেকে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। পুনর্গঠন ও উদ্ধার কাজের জন্য বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বাস দিচ্ছেন। আর অন্যদিকে পরিবেশ বিজ্ঞানীরা এর পেছনে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবকে দায়ী করছেন।

এই দুই বিপর্যয়ের মাঝে, আমেরিকান জনগণের ওপর যে কঠিন চাপ সৃষ্টি হয়েছে, তা নিঃসন্দেহে নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে আরও বেশি সচেতনতা ও প্রতিরোধের পথে এগিয়ে যাওয়ার সময় এসে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের মাটিতে আগুন ও তুষারের ভয়াবহতা যেন পৃথিবীর জলবায়ু সংকটের এক প্রতিচ্ছবি, যেখানে মানুষের জীবন ও সম্পদ উভয়ই বিপন্ন হয়ে পড়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com