সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১

শিরোনাম: এসকে সুরের ধানমন্ডির বাসায় সাড়ে ৫ ঘণ্টার অভিযান, যা যা মিলল   পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন   সাউথ সুদানের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলর ড. জাহিদ আহমেদ চৌধুরী   দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে যারা ভাবে তারা বোকার স্বর্গে আছেন   শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা   জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন   এমবিবিএস ভর্তির ফল প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিনামূল্যে নিরাপদ পানি
অ্যামিকাস কিউরি হিসেবে বেলা ও দুই আইনজীবীর নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:১১ পিএম

দেশের সব মানুষকে নিরাপদ পানযোগ্য পানি বিনামূল্যে সরবরাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে প্রায় চার বছর আগে স্বতঃপ্রণোদিত রুল দিয়েছিলেন হাইকোর্ট।

রুল শুনানিতে আদালতকে আইনি সহায়তাকারী হিসেবে (অ্যামিকাস কিউরি) মতামত দিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও দুই আইনজীবীর নাম ঘোষণা করেছেন হাইকোর্ট। 

দুই আইনজীবী হলেন, জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ও ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

গত রোববার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

এর আগে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন বেঞ্চ ২০২০ সালের ২৫ মার্চ স্বতঃপ্রণোদিত ওই রুল জারির আদেশ দেন।

এ সংক্রান্ত আদেশে বলা হয়, পানি মানুষের মৌলিক চাহিদা। বর্তমান বিশ্বে আনুমানিক ২০ লাখের বেশি মানুষ কলেরার মতো পানিবাহিত নানা রোগে মারা যায়। এক কোটির বেশি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে।

সংবিধানের ৩২ অনুচ্ছেদ মতে, নাগরিকদের বেঁচে থাকার অধিকার হলো অন্যতম মৌলিক অধিকার। পানযোগ্য উপযুক্ত পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পানিবাহিত রোগের কারণে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়।

উল্লিখিত অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের সব মানুষকে নিরাপদ পানযোগ্য পানি বিনামূল্যে সরবরাহে প্রতিপক্ষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের ‘করণীয় কার্য’ এবং ওই ‘করণীয় কার্য’ করার নির্দেশ কেন প্রদান করা হবে না, এ বিষয়ে জানতে চাওয়া হয় রুলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যার্টনি জেনারেল এম মনজুর আলম জানান, রুল শুনানির এক পর্যায়ে ওই বিষয়ে আদালতকে আইনি সহায়তা দিতে অ্যামিকাস কিউরি হিসেবে বেলা ও দুই আইনজীবীর নাম ঘোষণা করেছেন আদালত। পরবর্তীতে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির বলেন, বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ। আদালতকে এ বিষয়ে সহযোগিতা করতে পারলে নিশ্চয়ই ভালো লাগবে। 

অ্যামিকাস কিউরি হিসেবে দুই সপ্তাহ পর আদালতে বক্তব্য তুলে ধরবেন বলে জানান তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com