প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৩:১৯ পিএম আপডেট: ০৭.০১.২০২৫ ৩:২১ PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।
গতকাল সোমবার রাতে উপজেলা সদর ইউনিয়নের বেপারী পাড়া এলাকায় কম্বল বিতরণ করেন তিনি।
ইউএনও তামান্না তাসনীম হতদরিদ্র অসহায় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের গল্প শোনেন এবং ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। শীতার্ত মানুষ কম্বল পেয়ে উপজেলা প্রশাসন এবং ইউএনওকে ধন্যবাদ জানান।
ইউএনও তামান্না তাসনীম বলেন, পর্যাপ্ত কম্বল রয়েছে প্রত্যেক অসহায়, ছিন্নমূল মানুষের কাছে সরকারের উপহার কম্বল পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সব নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ-খবর রাখছে সরকার। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার এবং কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র, ছিন্নমূল এবং অসহায় মানুষের জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।