শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত   মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সঞ্চয়ের টাকা নিয়ে উধাও এনজিও
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৩:১৫ পিএম

৭ থেকে ২১ হাজার টাকা জমা দিলেই সহজ কিস্তিতে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তিন লাখ টাকা ঋণ পাওয়া যাবে। এমন লোভনীয় অফারে গ্রামের কৃষক ও সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে সঞ্চয়ের টাকা জমা দেয় এনজিও’র মাঠকর্মীদের কাছে। কিন্তু গতকাল সোমবার সকাল থেকে সেই সিও এনজিওটি উধাও। এতে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কমপক্ষে ৪০ জনের কাছ থেকে নগদ টাকা নেওয়া হয়েছে। উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী আমতলী এলাকার একটি ভবনের নিচতলায় কার্যক্রম চালাচ্ছিল। খবর পেয়ে ভুক্তভোগী ওই এনজিও অফিসের সামনে ভিড় জমিয়ে বিক্ষোভ করে।

জুয়েনা (৩২) স্বামী শরিফ গ্রাম সেলদিয়া, জমা নিছে ১৪৫৫০টাকা লোন দিব ২ লাখ। পারুল(৪৫) ফালান গ্রাম সেলদিয়া জমা নিছে ২১৫৫০ টাকা, লোন ৩ লাখ। শাহানাজ (৩৪) স্বামী মস্তোফা সরকার গ্রাম দিগাবর জমা নিছে ১৪৫৫০, লোন দিব ২ লাখ। শিউলী আক্তার (৩২) স্বামী বেলায়েদ হোসেন, জমা ৭৫৫০ টাকা, লোন দিব ১ লাখ। 

ডুমদিয়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী আসমা(৩০) জানান, তিনি দুই সপ্তাহ ধরে সঞ্চয়ের টাকা জমা দিয়ে আসছেন।গতকাল রবিবার সকালে তার বাড়িতে আসেন ওই এনজিওর মাঠকর্মী সাইফুল। তিনি উঠানে বসে সঞ্চয়ের বইয়ের মধ্যে তার দেওয়া ২১ হাজার টাকা লিখে বইটি ফের নিয়েযায়। পরে বলে যান অফিসে গিয়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে আসার জন্য। এ অবস্থায় তিনি অফিসে গিয়ে দেখেন তালাবদ্ধ।

তাকে খোঁজ করেও আর সন্ধান করতে পারেননি। এ সময় মাঠকর্মী সাইফুলের ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

প্রতারিত হওয়া জুয়েনা(৩২) স্বামী শরিফ গ্রাম সেলদিয়া, জমা নিছে ১৪৫৫০ টাকা, লোন দিবে ২ লাখ। 

পারুল(৪৫) স্বামী ফালান মিয়া গ্রাম সেলদিয়া জমা নিছে ২১৫৫০ টাকা, লোন দিবে ৩ লাখ

শাহানাজ (৩৪) স্বামী মস্তোফা সরকার গ্রাম দিগাবর জমা নিছে ১৪৫৫০ টাকা, লোন দিব ২ লাখ। 

শিউলী আক্তার(৩২) স্বামী বেলায়েদ হোসেন, জমা ৭৫৫০ টাকা লোন দিব ১ লাখ। কিন্তু সবাই ঋণ আনতে গিয়ে অফিস বন্ধ পান। দুপুরের পর থেকে অফিসে তালাবদ্ধ দেখে সবাই বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।

ভুক্তভোগীদের কাছে দেওয়া মোবাইল নাম্বার ০১৩২৪৮৫৬০০৪।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com