প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮:০০ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মহান বিজয় যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
সোমবার ( ১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৪২ মিনিট থেকে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
কাপাসিয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয় দল-বিএনপি, জাতীয়তা বাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ, স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া প্রেসক্লাব, সাব-রেজিস্টার অফিস, দলিল লেখক সমিতিসহ উপজেলার সকল স্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ শেষে একাত্তরের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে সকাল ৯ টায় পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় মেলা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, সহকারি কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি ডাক্তার শহিদুল্লাহ সিকদার, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, উপজেলা প্রকৌশলী মাইন উদ্দিন , কৃষি অফিসার সুমন কুমার বসাক, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুল রশিদ মোল্লা, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলার আয়োজন করা হয়।