শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভিড় বাড়ছে ফুটপাতের গরম কাপড়ের দোকানে
নবী নেওয়াজ, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৪:২৬ পিএম

হাড় কাঁপানো শীতে পাবনায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। মাঘের শুরু থেকেই কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় কাঁপছে জেলা পাবনা। 

সূর্যের দেখা না মেলায় কুয়াশায় ঢেকে রয়েছে প্রকৃতি। কয়েক দিনের শীতে জনজীবন স্থবির হওয়ার উপক্রম হয়েছে। রাতের দিকে তাপমাত্রা আরও নেমে যাওয়ায় বিপাকে পড়ছে শিশু ও বয়স্ক মানুষেরা। ফলে স্বল্প আয়ের মানুষজন ভিড় করছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। 

পাবনায় এখন দেখা মিলছে না রোদের। দিনভর থাকে ঘন কুয়াশায় ঢাকা। ফলে সূর্যও উঁকি দিতে পারছে না। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই আগুন জ্বালিয়ে উষ্ণতা গ্রহণ করছেন। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, এমন অবস্থা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

অপরদিকে, তাপমাত্রা কমার প্রভাব দেখা যাচ্ছে শহরের বিপণি বিতান ও ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। শীত নিবারণের জন্য গরম কাপড়, হাত-পা মোজা, টুপি, মাফলার, জ্যাকেট কিনতে অনেকেই সেখানে ছুটছেন।

পাবনা নিউ মার্কেটে গরম কাপড় কিনতে আসা রাবেয়া আক্তার বলেন, ‘সোয়েটারের ব্যবসায়ীদের পোয়াবারো। বিশাল দাম হাঁকিয়ে বসে থাকেন। 

ঈশ্বরদী আবহাওয়া অফিস থেকে মো. হেলাল উদ্দিন জানান, সারা দেশের মতো পাবনাতেও তাপমাত্রা কমছে। এ রকম আরও কয়েক দিন থাকবে।

অপরদিকে, পাবনায় অগ্রহায়ণ মাসে থেকেই জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা। আর শীত নিবারণের জন্য দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষজন ভিড় করছেন ফুটপাতে। অল্প দামে গরম কাপড় কিনতে নারী-পুরুষ বয়স্ক সব বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাতের এসব অস্থায়ী দোকানগুলোতে।

সরেজমিনে দেখা গেছে, পাবনার নিউ মাকের্ট সহ শহরে রাস্থার দুপাশে বিভিন্ন জায়গায় দোকানিরা বসেছেন কম দামের শীতের জামাকাপড় বিক্রির জন্য। সেসব দোকানে দেখা গেছে ছোট বড় সব বয়সীদের শীতের জামা। নিম্ন আয়ের মানুষজন এসব দোকান থেকে পছন্দ অনুযায়ী জামা কাপড় কিনছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com