প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৪ AM

চরম ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। কখনো ঢাকা, কখনো চট্টগ্রাম আবার কখনো রংপুর কিংবা ময়মনসিংহ; সারা দেশে ছুটে চলেছেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ ছাত্রনেতা।
শনিবার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে অবিরাম ছুটে চলার কিছু ছবি পোস্ট করেছেন সারজিস।
ফেসবুক পোস্টের তথ্যানুযায়ী বর্তমানে নিজ জেলা পঞ্চগড়ে অবস্থান করছেন সারজিস।
আর অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
সারজিস আলম তার পোস্টে লিখেছেন, বেগম খালেদা জিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,
তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালবাহান উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া বাজার, তিরনই বাজার, বাংলাবান্ধা বাজার, শালবাহান বাজারসহ পঞ্চগড়ের পথে প্রান্তরে...।
পঞ্চগড়ের এসব অনুষ্ঠানে সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকেও দেখা গেছে।