শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে: পশ্চিমবঙ্গের জনশিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ AM

বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি রাস্তায়ও নেমেছে। এমন পরিস্থিতিতে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী। 

বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থানকে ‘বাড়াবাড়ি’ বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনাকে অভ্যন্তরীণ বিষয় মনে করেন তিনি। 

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। বাংলাদেশে হিন্দুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছেন। থানার ওসি, বিচারপতি, পুলিশ সুপার, জেলা প্রশাসক—এগুলো কি তারা দেখেন না? মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিচ্ছে, এটাও কি তাদের চোখে পড়ে না?

চিন্ময় দাস প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ বলেন, সন্ন্যাসী হোন বা ইমাম, অপরাধ করলে তিনি অপরাধী। অপরাধ অপরাধই। আমি ৪০ বছর ধরে রাজনীতিতে আছি, আমার বিরুদ্ধে কি কখনও কোনো অপরাধ প্রমাণিত হয়েছে?

সাম্প্রতিক ঘটনাগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যারা এসব ঘটনার সাথে জড়িত, তারা অস্থির মস্তিষ্কের মানুষ।

বাবরি মসজিদ ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ যখন বাবরি মসজিদ ভাঙা নিয়ে মন্তব্য করেছিলো, তখন মোদিজি স্পষ্টভাবে বলেছিলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ঠিক তেমনই, প্রফেসর ইউনূসের বাংলাদেশ বলেছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।

জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com