মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: সামাদ নিপুন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:০১ পিএম

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামাদ হাসান নিপুন সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে বলেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে  শহীদ শওকত আলীর, নাজমুল ইসলাম, ওলিয়ার, মজিবর, শাহাদতসহ সকল হত্যাকাণ্ডের নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিচার হবে। 

তিনি বলেন, আওয়ামী দুঃশাসন-অপশাসনে ক্ষতিগ্রস্তরা সুবিচার পাবেন এই নিশ্চয়তা দিচ্ছি।

তিনি উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির  সহ-সভাপতি  শহীদ শওকত আলীর ১৪তম শাহাদাতবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না, অনৈতিক কাজে জড়াবেন না। চাঁদাবাজি টেন্ডারবাজি করলে কেউ রেহাই পাবেন না। দলের তরফ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে শিওরদাহ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন, নির্বাসখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এবং শহীদ শওকত আলীর সহোদর মো. লিয়াকত আলী। 

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা। 

স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন, শিওরদাহ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম হোসেন বকুল। 

এসময় উপস্থিত ছিলেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, বিএনপি নেতা গোলাম কাদের বাবলু, ইনামুল হক, নুর মোহাম্মদ, শাহিন আহমেদ, উপজেলা যুবদলের,সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, বিএনপি নেতা কামাল হোসেন, হাশেম আলী, আব্দুল জলিল, যুবদল নেতা খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com