প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৭:০৬ পিএম
যশোর ঝিকরগাছার পল্লীতে সাবিরা (৭) নামের এক শিশুর কানের স্বর্ণের দুল কেড়ে নিয়েছে তার প্রাণ। এ ঘটনায় চম্পা বেগম (২৫) নামে এক নারীকে তার পরিবারের লোকজন ও গ্রামবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে ।
নিষ্ঠুর ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটি কোমরা গ্রামে।
নিহত সাবিরা ওই গ্রামের বাবলুর রহমানের মেয়ে। ঘাতক নারী একই গ্রামের সামসুদ্দিন মোড়লের স্বামী পরিত্যক্তা মেয়ে।
ঘটনার বিবরণে থানার পুলিশ ও নিহাতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল এ সময় প্রতিবেশী ওই স্বামী পরিত্যক্তা নারী তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী হারুন অর রশিদের বাঁশবাগানে নিয়ে যায়। পরে তার গায়ে থাকা কাপড় খুলে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে ওই নারী।
এদিকে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা, আত্মীয়-স্বজন পাগলপ্রায় হয়ে গোটাগ্রাম তন্নতন্ন করে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই ঘাতক নারী চম্পা বেগম বিচলিত হয়ে পড়েন। তার অসংলগ্ন কথাবার্তা ও গতিবিধি তার পরিবারের লোকজনের সন্দেহ হলে একপর্যায়ে কানের সোনার দুল কেড়ে নিতে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে। পরে গ্রামবাসীর জনরোশের ভয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ওই ঘাতক নারীকে আটক ও শিশুটির মৃতদেহ রাত ১২টায় উদ্ধার করে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।