শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাইডেনের অভিবাসন কর্মসূচিকে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৩:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসী বিষয়ক কর্মসূচি ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’-কে অবৈধ ঘোষণা করেছেন দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি আদালত। 

সম্প্রতি টেক্সাসের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জে. ক্যাম্পবেল বার্কার এ রায় দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জো বাইডেন। জুলাই মাসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী করে ডেমোক্রেটিক পার্টি। প্রার্থিতা প্রত্যাহারের আগে জুন মাসে ‘কিপিং ফ্যামিলি টুগেদার’ কর্মসূচি ঘোষণা করেন বাইডেন।

এটি ছিল মূলত বৈধ নথিবিহীন অভিবাসীদের নাগরিকত্ব ও গ্রিনকার্ড প্রাপ্তির একটি সুযোগ। এ কর্মসূচির শর্ত ছিল, কোনো বৈধ নথিবিহীন অভিবাসী যদি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করেন এবং ১০ বছর নিরবিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাহলে তিনি নাগরিকত্ব এবং গ্রিনকার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এই দশ বছর কোনো গুরুতর অপরাধ তিনি করতে পারবেন না। যদি এই শর্ত তিনি ভঙ্গ করেন, তাহলে তাকে পত্রপাঠ ফেরত পাঠানো হবে।

আরও বলা হয়েছিল, বৈধ নথিবিহীন কোনো অভিবাসনপ্রত্যাশী যদি মার্কিন নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রের আসেন এবং আসার পর বড় ধরনের কোনো অপরাধ না করেন, তাহলে পরবর্তী ১০ বছর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন এবং এই সময়সীমার মধ্যে তাকে ফেরত পাঠাবে না মার্কিন প্রশাসন। এছাড়া তিন বছর পর এ ধরনের অভিবাসীরা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছিল ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’ কর্মসূচিতে।  

২০২৪ সালের ১৭ জুনের আগ পর্যন্ত যেসব অভিবাসী মার্কিন নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রে এসেছেন, তারা পরিকল্পনা বা কর্মসূচির আওতাভুক্ত হবেন বলে জানিয়েছিল বাইডেন প্রশাসন।

বাইডেন এই কর্মসূচি ঘোষণা করার প্রায় ২ মাস পর আগস্টে টেক্সাস অঙ্গরাজ্যে এর প্রয়োগে সাময়িক স্থগিতাদেশ দেন বিচারক জে. ক্যাম্পবেল বার্কার, ‍যিনি বাইডেনের পূর্বসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিয়োগ পেয়েছিলেন। সদ্য শেষ হওয়া নির্বাচনে ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচিকে অবৈধ ঘোষণা করলেন তিনি।

বৃহস্পতিবারের আদেশে বিচারক বলেছেন, আমরা অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারি না। 

তবে তিনি এ ও বলেছেন, কেউ চাইলে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আদালত এই আদেশ ঘোষণার পর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও দ্য রোড নিউইয়র্ক সহ-পরিচালক হ্যারল্ড এ. সলিস। এই এনজিওটি মার্কিন অভিবাসন ও অভিবাসীদের নিয়ে কাজ করে।

হ্যারল্ড এ সোলিস বলেন, আদালতের এই আদেশ হতাশাজনক। কিপিং ফ্যামিলিজ টুগেদার বেশ সময়োপযোগী এবং চমৎকার একটি কর্মসূচি। এটি বন্ধ হয়ে গেলে অভিবাসীদের প্রতি অবিচার করা হবে। সূত্র : এএফপি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com