প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১:৩৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৬ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ।
গ্রেপ্তার নিরাঞ্জন ওঝা টিকুরি বাড়ি গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। গ্রেপ্তার অন্যরা হলেন, উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মোস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।
ওসি মো. আবুল কালাম আজাদ জানান, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা উপজেলার এক শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝাসহ ৭ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।