শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কাপাসিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫:২৮ পিএম

কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কে মুরগি ব্যবসায়ীর পিকআপে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের ছুরির আঘাতে একজন নিহত ও অপর একজন আহত রয়েছেন। 

রোববার ভোর রাত ২টার দিকে কাপাসিয়ার সালদৈ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকিরুল ইসলাম (২০) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মমরেজপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত চালক হৃদয় (২৭) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদখোলা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। 

কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, ডাকাতির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ক্ষত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

কাপাসিয়া থানার এস আই মো. আবদুল মমিন বলেন, গতকাল শনিবার খামারীর নিকট হতে ব্রয়লার মুরগি ক্রয় করার উদ্দেশ্যে গাজীপুর থেকে পিকআপ নিয়ে হৃদয় ও জাকিরুল ইসলাম দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়ার সালদৈ হতে আড়ালগামী সড়কের মোল্লা বাড়ির পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত পিকআপের সামনে গ্লাসে ঢিল মারে। ড্রাইভার গাড়ি স্লো করার সাথে সাথে পিকআপ ভ্যানের গতি রোধ করে। ডাকাতরা ড্রাইভারকে পিকআপ থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডাকাতেরা মুরগি ক্রয়ের টাকা দাবি করে। সে টাকার বিষয়ে কিছু বলতে পারে না বলে জানায়। তখন পিকআপের ভিতরে বসে থাকা হেলপারকে ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং শরীরে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। তার কাছ থেকে এক লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

আহত হৃদয় জানান, ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পিকআপে উঠে হেলপারকে ধাক্কা দিলে তাকে মৃত দেখতে পাই। তার শরীরে গলায় অনেক রক্ত দেখতে পাই। পরে তাকে নিয়ে পিকআপটি চালিয়ে কাপাসিয়া বাসস্ট্যান্ডে এলাকায় সাইফুলের চায়ের দোকানের পাশে এসে দোকানদারকে বিস্তারিত বললে সে কাপাসিয়া থানা পুলিশকে অবহিত করে। পরে সে আমাকে চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মামুনুর রহমান বলেন, ডাকাতের ঘটনায় একজনকে আহত অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাপাসিয়া থানার এসআই মো আবদুল মমিন বলেন এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com