
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহীনি।
মঙ্গলবার দুপুর (১২) টার দিকে নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রান বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাধিক ডিভিশন ঘাঁটাইল এরিয়ার লেঃ কঃ হাসান হাফিজুল হক এর উপস্থিতিতে সেনাবাহীনির নিজস্ব অর্থায়নে এ দিন ১ হাজার দুইশত বানবাসি মানুষের মাঝে শুকনো রেশন এর প্যাকেট ও একশত রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয়। শুকনো রেশনের মধ্যে ছিল, চাল,ডাল,আলু,পেয়াজ,তেল,কাচা মরিচ,স্যালাইন পানি, চিরা, মুড়ি,গুড় ও নারীদের জন্য স্যানেটারী ন্যাপকি প্যাড।
ত্রান বিতরণের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১৯ পদাধিক ডিভিশনের ১৩ ব্যাচের ক্যাপ্টেন নাহিয়ান,মেজর তাওসীফসহ সেনাবাহিনীর নারী স্বাস্থ্যসহকারী অনেকেই।
নালিতাবাড়ীতে বন্যার শুরু থেকেই সেনাবাহিনীর সদস্যরা দুর্গম এলাকা থেকে দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এ ছাড়া ত্রাণ ও খাদ্য বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার পৌঁছে দেওয়াসহ অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে তারা।
শেরপুর সেনা ক্যাম্পের ইনচার্জ লেঃকঃ হাসান হাফিজুল হক, বলেন আজকে নালিবাড়ীসহ শেরপুরে তিন হাজার দুশ বানবাসী মানুষের মাঝে শুকনো রেশন এর প্যাকেট ও তিনশত রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বন্যাকবলিত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহীনি।সেনাসদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বন্যাদুর্গত এলাকার অনেক বন্যার্তদের নিকটবর্তী উঁচু নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করেছেন।আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছি খাদ্য সহায়তা করতে। খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এ ছাড়া সেনাবাহিনী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা সহযোগীতাও পরিচালনা করছে বলে তিনি জানান।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারি বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ঢুবে নালিতাবাড়ীতে মারা গেছে ৬ জন তারা হলো-উপজেলার খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী (৬৬), অভয়পুর গ্রামের দুই ভাই হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৬), বাঘবেড় বালুরচর গ্রামের গৃহবধূ অমিজা খাতুন (৪৫), বাতকুচি গ্রামের বৃদ্ধা জহুরা খাতুন (৭০), নালিতাবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে শেরপুরের ধলা ইউনিয়নের চান্দেরনগর কড়ইতলা গ্রামের জামানের ৮ বছর বয়সী কন্যাশিশু জিমি আক্তার।