প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৭ পিএম

সারাদেশে জনগণের ভোটে নির্বাচিত স্বতন্ত্র উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রত্যাহারের দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মত বিনিময় করেছেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপারস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে ও ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুর আহমেদ সবুজের সঞ্চালনায় মত বিনিময়ে সভায় বক্তব্য রাখেন- ইসলামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, বারহাট্টা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার, কলমাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, আমরা জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছি। দায়িত্ব পালন করেছি মাত্র দেড় মাস। এরই মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ১৯ আগস্ট আমাদেরকে কোন কারণ ছাড়াই অপসারণ করা হয়েছে।
তারা বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, স্থানীয় সরকার সচিবসহ বিভিন্ন উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বক্তার আরো বলেন, আমরা স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি। যে সরকারই থাকুক না কেন সেই সরকারের অধীনে থেকে নাগরিক সেবা স্থানীয় পর্যায়ে পৌঁছে দেয়া আমাদের কাজ। যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ওপর সদয় বিবেচনা না করে তবে, আমরা আবারও শান্তিপ্রিয় কর্মসূচিসহ আইনের দ্বারস্থ হব।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার প্রায় ২০ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।