শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিদায়কালে কাঁদলেন ইউএনও, কাঁদালেন সবাইকে
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৮ AM আপডেট: ২১.০৯.২০২৪ ১:২২ এএম

কর্মের প্রতি যেমন ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি তেমন ছিলেন নিষ্ঠাবান। তিনি কোন ক্ষমতার দম্ভ দেখাননি, এ উপজেলার সাধারণ মানুষের জন্য তার কার্যালয় ছিল উন্মুক্ত, যে কোনো শ্রেণী পেশার মানুষের কথা তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং সাধ্যমত নিয়মের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করতেন, সপ্তাহের ৭ দিন গণ শুনানি করে এলাকায় সাধারণ অসহায় মানুষের নয়নের মনি হয়ে উঠে ছিলেন ইউএনও।

গ্রীষ্ম বর্ষা শীতে জীবনের ঝুঁকি নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ এবং সরকারি সেবা তিনি সাধারণ জনগণের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। জাতীয় দিবসগুলি অত্যন্ত দক্ষতার সহিত পালন করেছেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সাধারণ জনগণের হৃদয়ে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন যিনি, তিনি আর কেউ নন তালতলী উপজেলা  বিদায়ী ইউএনও সিফাত আনোয়ার তুমপা। 

বৃহস্পতিবার শুক্রবার বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছেন  উপজেলা প্রশাাসনের সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ, সকল শ্রেণী-পেশার মানুষ অশ্রুসিক্ত ফুলেল ভালোবাসায় বিদায় দিয়েছেন  ইউএনও

সিফাত আনোয়ার তুমপা' কে তার বিদায় সংবর্ধনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়কালীন সময়ে আবেগ তাড়িত অশ্রুসিক্ত নয়নে বলেন, তালতলীর মানুষদের তিনি মনে রাখবেন সারা জীবন।

এর আগে ইউএনওর বিদায় এর খবর  ছড়িয়ে পড়লে সকল শ্রেণী পেশার মানুষ স্তদ্ধ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের টাইমলাইন জুড়ে শুধু  ইউএনও এর বিদায়ের খবর পোস্ট হতে থাকে, সকল শ্রেণীর পেশার মানুষ তার বদলি ঠেকাতে মানববন্ধন করেন, এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় তার বদলি আদেশ বাতিল করেন।পরে আবার একই জায়গায় তার বদলির আদেশ হয়। 

যোগদানের দের বছরের মধ্যেই তিনি সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। তিনি ৩৪তম ব্যাচে বিসিএস (প্রশাসন) ক্যাডার উত্তীর্ণ হন। তালতলী  উপজেলায় যোগদানের পর থেকে তিনি অনেক দুঃস্থ্য ও অসহায় শারীরিক প্রতিবন্ধী সহ অসংখ্য  মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সরকারি অর্থে নির্মিত সকল নির্মান কাজ সরেজমিনে ঘুরে দেখা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাজার তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ আবাদী জমি খনন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, নারী নির্যাতন, সরকারি যায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা সহ সকল প্রশাসনিক কাজ দক্ষতার সহিত প্রায় দের বছর ধরে নিরলসভাবে কাজ করে গেছেন।তালতলী উপজেলার মানুষকে দিন রাত গণ শুনানি  পরিশ্রমের মধ্যদিয়ে সেবা প্রদান করেছেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা । এজন্য সাধারণ মানুষের ভালোবাসা সিক্ত হলেও ভূমিদস্য ও অন্যায়কারীদের শত্রু হয়ে যান। 

উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা প্রশাসন রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, স্থানীয় প্রেসক্লাব,সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি  উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য সুধীজন ইউএনও সিফাত আনোয়ার তুমপা এর সাথে দেখা করে অশ্রুসিক্ত বিদায় জানান।

ইউএনও সিফাত আনোয়ার তুমপা  সাংবাদিকদের বলেন, আমি চেষ্টা করেছি সরকারি নির্দেশনা মেনে আমার দায়িত্ব পালন করতে। এক্ষেত্রে তালতলীর জনগন ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং সমর্থন ছিল, পেয়েছি সকলের নিরন্তর ভালোবাসা। তালতলীতে কাজ করতে পেরে নিজেকে অনেক ভালো লেগেছে, আমি মনে করি এটি আমার চাকরি জীবনের সেরা সঞ্চয়, তালতলী  বাসী আমাকে অনেক ভালোবেসেছে এজন্য তালতলী  বাসীদের নিকট আমি কৃতজ্ঞ।

তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন  বলেন, কিছু কিছু মানুষের সাথে একটা আত্মা ও ভালবাসার বন্ধন তৈরী হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা'ম্যাম এর সাথে সর্বস্তরের মানুষের সাথে তেমনই একটা বন্ধন তৈরি হয়েছিল যা আমাদের এবং তালতলী  বাসী বহুকাল হৃদয়ে লালন করবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com