প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:৩৯ পিএম

“বাংলার পাট বিশ^মাত” সোনালী আশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল ১০টায় বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ১ পৌর সভা ও ৯টি ইউনিয়নের পাট ও বীজ উৎপাদনকারী ৭৫ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এসময় প্রশিক্ষণ প্রদান করেন সিরাজগঞ্জের বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার দেলোয়ার হোসাইন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক, রায়গঞ্জ উপ-সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পাট সমিতির সভাপতি ফেরদাউস সরকার শামীম, পাট সমিতির কেন্দ্রী কমিটির সহ সভাপতি ফরহাদ আলী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী ও সদস্য শামীম আক্তার প্রমুখ। দিনব্যাপী অনুষ্টিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।
এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ৫ জন উপজেলা শ্রেষ্ট পাট উৎপাদনকারীদের সন্মাননা প্রদান করা হয়।